Skip to main content

নোয়াখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা

বাংলাদেশের নোয়াখালী জেলায় কর্মরত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)

Skip Menu

ভূমিকা

নোয়াখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এনপিইউএস) বাংলাদেশের নোয়াখালী জেলায় কর্মরত একটি তৃণমূল প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)। অজ্ঞতা ও সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন বাধা ও বঞ্চনার শিকার হয়। তাদের অবস্থার ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে কতিপয় প্রতিবন্ধী ব্যক্তির উদ্যোগে এবং কিছু শুভাকাঙ্ক্ষী ব্যক্তির সহযোগিতায় ২০০৭ সালের ১লা জানুয়ারি থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি জনাব মো. আবু আবদুল্লাহ এই সংস্থার মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা। ২০০৯ সালের ১২ই জানুয়ারি নোয়াখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এনপিইউএস) -এর নিবন্ধনের মাধ্যমে সরকারি স্বীকৃত লাভ করে। সরকারি স্বীকৃতি পাওয়ার সাথে সাথে সংগঠন স্থানীয়ভাবে ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশের নোয়াখালী জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও নেতৃত্বে নোয়াখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। দারিদ্র বিমোচন, একীভূত ও মান সম্পন্ন শিক্ষা, কর্মসংস্থান, সুস্বাস্থ্য এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কাজ করছে।

নোয়াখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত ও একনিষ্ঠ কার্যক্রমের ফলে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আশাপ্রদ পরিচিতি ও নেতৃত্ব অর্জন করেছে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছে।

এসডিজি অর্জন

যে সকল টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করছি:

লক্ষ্য ১: দারিদ্র বিমোচন
লক্ষ্য ২: ক্ষুধা মুক্তি
লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ
লক্ষ্য ৪: মানসম্মত শিক্ষা
লক্ষ্য ৫: নারীপুরুষের সমতা
লক্ষ্য ৮: যথোপযুক্ত কর্ম
লক্ষ্য ১৩: জলবায়ু পরিবর্তন
লক্ষ্য ১৬: শান্তি ও ন্যায্যতা

গুরুত্বপূর্ণ তথ্যসূত্র

অন্তর্ভূক্তিমূলক আন্দোলন

জাতীয় আইন ও নীতিমালা

টেকসই উন্নয়ন লক্ষ্য

প্রতিবন্ধিতা:

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)

অনলাইনে শেখা

তথ্যসমূহ